সালটা ছিল ২০০৫/২০০৬ , সদ্য কৈশোর পার করা আমার ডাক আসল দিনাজপুরের সদর হাসপাতালের বেডের অসুস্থ এক ব্যাক্তিকে রক্ত দিতে হবে বলে। এলাকার বন্ধুদের নিয়ে হাসপাতালের করিডরে অপেক্ষা করছি কখন আমার সিরিয়াল আসবে।
সেদিন বাসায় কাউ কে কিছু না বলেই গেছিলাম আজও তাই করি।
সেদিন চিন্তা করেছিলাম আমার রক্তে বাঁচবে জীবন আজও তাই করি।
সেদিন নিন্দুকের কথা চিন্তা করিনি আজও করিনা।
মৃদু উত্তেজনায় অপেক্ষামান এই আমি……সেদিন হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন নিজ কানে শুনছিলাম, যা আজও শুনি। সেদিনের সেই উত্তেজনাকর মুহূর্ত অবসান হয় “না” শুনিয়া…সে দিন আমার সিরিয়াল আসেনি। তাইতো আজ না শুনলে খারাপ লাগে না।
অবশেষে সেই দিনটি আসে ২০০৬/২০০৭ এ, সেদিন বন্ধু পাটোয়ারি বাবুর গ্রামের কোন লোককে রক্ত দিতে হবে, মনে মনে ভাবলাম, যে আমার রক্ত নিবে সে তো নিয়ে সাথে সাথে উঠে আমাদের সাথে খেলবে (ফুটবল) হাহাহা……
সেদিন সাথে ছিল খেলার সাথী একরামুল, আমরা তিন জন গেলাম সেই চাচার সাথে আড্ডা দেবার পাশাপাশি রক্ত দান করলাম, চাচা অনেক দোয়া করলেন। সেদিন চাচার সাথে কথা এবং রক্ত দানের পর কতটা ভাললাগতেছিল, তা বলে বুঝাইতে পারবনা। আজও সেই ভালোলাগাটার পেছনে ছুটে চলছি।
আজ থেকে ১০/১১ বছর আগেও আমার ভাবনা ছিল, ইনশাআল্লাহ্ আমার রক্তে বাঁচবে জীবন, আজও তাই। কারও ভালোলাগার জন্য সেদিন রক্ত দানটা করিনি আজও করিনা।
আমার কাজ কার ভালো লাগলো কার না, আরে ওত ভাবার টাইম কই…. তবে চেষ্টা করি আমার সেই ভালোলাগাটা অন্যের মাঝে ছড়াই দিতে।