ওয়ার্ডপ্রেস সাইট এক হোস্ট থেকে অন্য হোস্ট বা সেম হোস্ট এ আলাদা ডোমেইনে নিতে আমাদের ডেটাবেজ এবং ফাইলের ব্যাকআপ নিতে হয়। তারপর ডেটাবেজের URL পরিবর্তন করে সেটাকে নতুন হোস্টে বা আলাদা ডেটাবেজে ইমপোর্ট করতে হয় এবং ফাইল আপলোড করার পর তা ইনস্টল করতে হয়।
এই প্রক্রিয়াকে সহজ করতেই Duplicator নামের একটি প্লাগিন ব্যবহার করতে পারেন। এটি ব্যাকআপ জেনারেট করে দেবে এবং তারপর আপনি শুধু ডেটাবেজ তৈরি করেই নতুন ডোমেইনে বা নতুন হোস্টে ওয়ার্ডপ্রেস ট্রান্সফার করতে পারেন।
এই প্লাগিনের ব্যবহারবিধি খুবই সহজ। আপনি এটাকে প্রথমে ইনস্টল করবেন। তারপর দেখতে পাবেন Duplicator নামে একটি মেনু এসেছে। এখান থেকে নতুন একটি প্যাকেজ তৈরি করবেন।
এখানে নেক্সট এ ক্লিক করুন
প্যাকেজ তৈরি হতে একটু সময় লাগবে। ব্রাউজারের উইন্ডো ক্লোজ করবেন না।
প্যাকেজ তৈরির পর দুটি ফাইল পাবেন। একটি ইনস্টলার এবং একটি জিপ ফাইল। দুইটাই ডাউনলোড করুন।
তারপর নতুন হোস্টিং বা নতুন ফোল্ডারে জিপ ফাইল এবং ইনস্টলারটি আপলোড করুন। ব্রাউজারে গিয়ে ইনস্টলারকে রান করুন। তারপর একটি অপশন আসবে। সেখান থেকে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন।
সর্বশেষে নতুন ডেটাবেজের ইনফরমেশন দিলেই আপনার সাইট নতুন ডোমেইনে/নতুন হোস্টিং এ সেটআপ হয়ে যাবে।
ইনস্টল করার পর লগিন করে সাইটের পার্মালিংক পরিবর্তন করবেন। এতে আপনার htaccess টি জেনারেট হবে এবং তারপর ডুপ্লিকেটরের টেম্পোরারি ফাইল ক্লিন করবেন।
এই প্লাগিন আমি অনেক দিন ধরে ব্যবহার করি সাইট ট্রান্সফারের জন্য। খুবই ভালো কাজ করে এটি।
সূত্রঃ আর আর ফাউন্ডেশন