যারা নতুন কাজ ফ্রন্টেন্ড কাজ শিখছেন তাদের কোড আউটপুট দেখার জন্য ব্রাউজারে যেতে হয়। আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যেখানে আপনি কোড করলেই লাইভ আউটপুট দেখতে পারবেন এবং সেই কোড অন্য কারও সাথে শেয়ার করতে পারবেন।
এই সাইটটির নাম LiveWeave
এখানে একটি একাউন্ট করলে আপনি আরও সুবিধা পাবেন। আপনার কোডগুলো সেভ করে রাখতে পারবেন আপনার প্রোফাইলে।
লাইভ ওয়েভ ব্যবহার করা খুবই সহজ। প্রথমে এই সাইটে যান। তারপর এখানে দেখবেন এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রীপ্ট দেওয়ার জায়গা আছে।
এখানে কোড করলে আপনি সরাসরি প্রিভিউ দেখতে পারবেন। Save এ ক্লিক করলে আপনি একটি URL পাবেন যেটি দিয়ে আপনার করা কোডটি যে কারও সাথে শেয়ার করতে পারবেন।
এছাড়াও লাইব্রেরী থেকে বুটস্ট্রাপ, ফন্ট অসাম টেমপ্লেটের মধ্যে কল করতে পারবেন।
একাউন্ট করে লগিন করলে আপনার কোড লিস্ট আকারে সেভ থাকবে যা পরে ব্যবহার করতে পারবেন।
এ ছাড়াও এখানে কালার ড্রপার, সিএসএস এডিটর, শেপ এডিটরসহ চমৎকারসব ফিচার আছে।
আশাকরি এই সাইটটি আপনাদের ভালো লাগবে।
সূত্রঃ আর আর ফাউন্ডেশন